চন্দনাইশের বাগিচাহাট এলাকায় কক্সবাজারমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি নাইট কোচ উল্টে সড়কের পাশে খাদে পড়ে কমপক্ষে ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে বাগিচাহাটস্থ সড়কের বিপদজনক বাঁকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, ঘটনারদিন গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসটি ধুমড়ে-মুছড়ে যায় এবং বাসের ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলো- কুমিল্লার লাকসামের মো. শাহজাহানের পুত্র মো. ফয়সাল (৩০), কুমিল্লা সদরের মো. ইমন খান (১৮), ঢাকার গাজিপুরে কালিয়াকৈর থানার ইউসুফ আলীর পুত্র নেওয়াজ উদ্দিন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার পুত্র মো. রিপন (৪১), ঢাকা মহানগরের মো. রিয়াদ হোসেন (২৩), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের পুত্র ইসমাইল হোসেন (৫০) এবং চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ফারুক উদ্দিন (৪৫)।