নাইজেরিয়ায় নৌকা উল্টে মাদ্রাসার ২৯ শিক্ষার্থীর মৃত্যু

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কানো রাজ্যে নৌকা উল্টে গিয়ে ২৯ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে। নৌকাটি একটি মাদ্রাসা থেকে ৪০ শিক্ষার্থী নিয়ে ওয়াতারি বাঁধের দিকে যাচ্ছিল। এসব শিক্ষার্থীর অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় সেটি নদীতে উল্টে যায়। খবর বাংলানিউজের।
কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ আব্দুল্লাহি বলেন, উদ্ধারকারীরা ২৯টি মরদেহ তীরে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, তাতে নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। স্থানীয় সরকারি কর্মকর্তা আমিনু বেল্লো গোগোরি বলেন, এ পর্যন্ত ছয় ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৮০ হাজার শ্রমিক নেবে ইতালি
পরবর্তী নিবন্ধকেন আমায় জন্ম দিয়েছিলেন?