নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হামলা নিহত ৫

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় এক মসজিদে নামাজের সময় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসময় অন্তত ৫ মুসল্লিকে হত্যা এবং আরও ৪০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃত মুসল্লিদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। গতকাল ২৩ নভেম্বর দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় একশ’ জন ‘গরু চোর’ মোটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছোড়ে।

পূর্ববর্তী নিবন্ধহার মেনে নিতে ট্রাম্পকে রিপাবলিকান মিত্রদেরও অনুরোধ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ডিসেম্বরেই টিকা দেয়ার কাজ শুরু