নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

নাইজার রাজ্যে গেল নভেম্বর মাসে অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ার সরকার। স্থানীয় সমপ্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশনের বরাতে সিএনএন এ খবর দিয়েছে। গত ২১ নভেম্বর দেশটির অন্যতম বড় এ অপহরণকাণ্ড ঘটে বলে জানিয়েছে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া। সেদিন নাইজার রাজ্যের পাপিরিতে সেন্ট মেরিস ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা করে ৩০৩ জন শিশু ও ১২ জন স্কুলকর্মীকে অপহরণ করে।

পরবর্তী কয়েক ঘণ্টায় ৫০ শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। এরপর থেকে বাকি শিশুদের এবং নিখোঁজ স্কুলকর্মীদের অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে ছয় বছর বয়সী শিশুও ছিল। কীভাবে তাদের একশ জনকে উদ্ধার করা গেল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি চ্যানেলস টেলিভিশন।

পূর্ববর্তী নিবন্ধভারতে ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, ক্ষুব্ধ বিজেপি
পরবর্তী নিবন্ধভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ যুক্তরাষ্ট্রের