নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দলের বোলা টিনুবু

| বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বিবিসি জানিয়েছে, ৭০ বছর বয়সী রাজনীতিক টিনুবু মোট ভোটের ৩৭ শতাংশ পেয়েছেন বলে আনুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে। তার দুই প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ। লেবার পার্টির পিটার ওবির বাক্সে গেছে ২৫ শতাংশের ভোট। খবর বিডিনিউজের।

টিনুবুকে জয়ী ঘোষণা করার আগেই পিডিপি ও লেবার পার্টিসহ তিনটি বিরোধী দল ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফের নির্বাচন দেওয়ার দাবি জানায়। নাইজেরিয়ার ধনী রাজনীতিকদের অন্যতম টিনুবুর প্রচারের কেন্দ্রে ছিল দেশের সবচেয়ে বড় শহর লাগোস পুনর্গঠনের তার ভূমিকার বিষয়টি।

তিনি গভর্নর থাকাকালেই লাগোসের ব্যাপক পরিবর্তন ঘটে। তবুও এবারের নির্বাচনে শহরটিতে তিনি ওবির কাছে পরাজিত হয়েছেন। মফস্বলের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় ওবি দ্বিদলীয় বৃত্ত ভাঙার স্বপ্ন নিয়ে প্রেসিডেন্টের ভোটে লড়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৬ বছর পর ইরাক সফরে জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধভারতে ফেব্রুয়ারিতে শত বছরের রেকর্ড ভাঙা গরম