নাইজেরিয়ায় ২৮০ স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কুরিগা থেকে ২৮০ জনের বেশি স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। কর্মকর্তারা এমনটি জানান। খবর বিবিসির। খবর বাংলানিউজের।

শিক্ষার্থীদের বয়স ৮১৫ বছর বয়সের মধ্যে। তাদের সঙ্গে এক শিক্ষকও অপহরণের শিকার হয়েছেন। অপহরণে জড়িত গ্যাং সেখানে দস্যু হিসেবে পরিচিত। দস্যুরা কত কয়েক বছরে শত শত মানুষকে অপহরণ করেছে। বিশেষ করে দেশের উত্তরপশ্চিম দিকে এসব অপহরণের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের আগে পর্যন্ত গত এক বছরে শিশুদের গণ অপহরণের ঘটনা কিছুটা কমেছিল। কাদুনা প্রদেশের গভর্নর উবা সানি অপহরণের বিষয়টি নিশ্চিত করেন। এ রাজ্যের মধ্যে কুরিগার অবস্থান। তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ শিক্ষার্থী এবং স্থানীয় প্রাইমারি স্কুলের ১২৫ শিক্ষার্থী নিখোঁজ হয়। ২৫ জন ফিরে এসেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, এক শিক্ষার্থী বন্দুকধারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে বিরনিন গোয়ারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পালাতে সক্ষম হওয়া এক শিক্ষক বলেন, স্থানীয় লোকজন শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু বন্দুকধারীরা তাদের তাড়িয়ে দেয় এবং একজনের প্রাণ যায়।

পূর্ববর্তী নিবন্ধআনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিল সুইডেন
পরবর্তী নিবন্ধত্রাণ সরবরাহ করতে গাজা উপকূলে অস্থায়ী বন্দর গড়বে যুক্তরাষ্ট্র