নাইজেরিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর ইবাদানে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর প্রাণ গেছে। বিবিসি লিখেছে, আয়োজকরা নগদ অর্থ বিতরণ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল যে ভেতরে ঢোকার মরিয়া চেষ্টায় এই পদদলনের ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচ হাজারেরও বেশি শিশু অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছিল এবং আয়োজকরা অনুষ্ঠান শুরু করতে এলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই অনুষ্ঠানের মূল আয়োজক নাওমি সিলেকুনোলাসহ আটজনকে তারা গ্রেপ্তার করেছে। নাওমি ইবাদান শহরের একজন সুপরিচিত ব্যক্তি। সন্তান হারানো মা–বাবাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।