নাইজারের দুই গ্রামে জঙ্গি হামলা, নিহত ৭৯

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানা গেছে। মালি সীমান্তের নিকটবর্তী গ্রাম দুটিতে একযোগে হামলা চালানো হয় বলে দেশটির পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই জন কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, চৌমবানগৌ গ্রামে প্রায় ৪৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, জারৌমদারাই গ্রামে আরও প্রায় ৩০ জন নিহত হয়েছেন। মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে নাইজার সরকারের কাউকে পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
টিচোমবানগৌ ও জারৌমদারাই গ্রাম দুটি টিলাবেরি অঞ্চল অবস্থিত। সামপ্রতিক বছরগুলোতে একের পর এক জঙ্গি হামলা জর্জরিত অঞ্চলটি মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত সংলগ্ন। ফরাসী সংবাদমাধ্যম আরএফআই জানিয়েছে, শনিবারের হামলার ঘটনার পর দেশটির টিলাবেরি অঞ্চলে সৈন্য পাঠানোর কথা জানিয়েছেন নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা; তবে হামলায় গ্রাম দুটিতে হতাহতের সংখ্যা কত তা জানাননি তিনি। জঙ্গিদের তৎপরতা রুখতে টিলাবেরি অঞ্চলে বছরখানেক ধরে মোটরবাইকে ভ্রমণ নিষিদ্ধ করে রাখা হয়েছে। সামপ্রতিক বছরগুলোতে বেশিরভাগ হামলায় জঙ্গিরা এ বাহনটি ব্যবহার করেছে বলে বিবিসি জানিয়েছে।
নাইজারের বেশকিছু এলাকা নাইজেরিয়া থেকে আসা বোকো হারাম জঙ্গিদের ধারাবাহিক হামলাতেও জেরবার। গত মাসে এ জঙ্গিগোষ্ঠী নাইজারের দক্ষিণপূর্বের ডিফা অঞ্চলে হামলা চালিয়ে অন্তত ২৭ জনকে হত্যা করেছিল।

পূর্ববর্তী নিবন্ধল্যারি কিং হাসপাতালে
পরবর্তী নিবন্ধখেলাঘর মহানগরীর শোক প্রকাশ