নাইখাইন যুব সংঘ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। পটিয়া স্পোর্টস ক্লাবের সহ-সভাপতি মো. ফোরকানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগং এর সাধারণ সম্পাদক বাবুল কান্তি লালা। প্রধান বক্তা ছিলেন গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা আবুল কালাম খান, বিদ্যালয়ের দাতা সদস্য মো. লোকমান, ম্যানেজিং কমিটির সদস্য আবু সায়েদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক ইয়ার মোহাম্মদ বাবর, পটিয়া স্পোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।