বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
বিজিবি সূত্র জানায়, গত ১১ অক্টোবর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত পিলার ৪০ নম্বরের কাছে নিয়মিত টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা। টহলের একপর্যায়ে সীমান্তের নো–ম্যানস ল্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণে বিজিবি নায়েক আক্তার হোসেনের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে যায়। বাম পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হেলিকপ্টারযোগে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ২০ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তের মাইন পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সীমান্তের শূন্যরেখার আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়া মাইনগুলো শনাক্ত ও নিষ্ক্িরয় করতে প্রদক্ষেপ নেয়া হবে।












