নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুটি স্থল মাইন ধ্বংস

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কৃষকের উদ্ধার করা ২টি স্থল মাইন (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ধ্বংস করেছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল। গতকাল সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসব মাইন ধ্বংস করা হয়। জানা গেছে, গত ২৯ জুলাই বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরের জামছড়ি এলাকার বাসিন্দা আবুল কালাম ২টি স্থল মাইন দেখতে পান। পরে বিজিবিকে খবর দিলে উদ্ধার হওয়া মাইন দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সহায়তায় ২৪ পদাতিক ডিভিশনের প্রকৌশল বিভাগের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আশরাফ আলীসহ ৮ সদস্যের বিশেষজ্ঞ দল মাইনগুলোর বিস্ফোরণ ঘটান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ। তিনি জানান, ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নেয়ার পর থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে দোছড়ি সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বেআইনিভাবে মাইন পুতে মিয়ানমার বাহিনী। এসব মাইন দ্বারা অনেক নিরীহ স্থানীয় ও রোহিঙ্গা হতাহত হয়েছে। এছাড়া মিয়ানমারের বিদ্রোহী একটি গ্রুপের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সীমান্তে মাইন স্থাপন করে আসছে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা।

পূর্ববর্তী নিবন্ধরিমান্ড শেষে ফের কারাগারে আবজাল
পরবর্তী নিবন্ধমুজিব চেয়ারম্যানকে শুনানিতে তলব পরিবেশ অধিদপ্তরের