নাইক্ষ্যংছড়ি পুলিশের অভিযানে বন্দুক উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৩১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওয়াচ্ছাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এসময় কাউকে আটক করতে পারেনি। বুধবার রাতে এ বন্দুকটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাশরুরুল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে এ বন্দুকটি উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি। তবে প্রতিনিয়ত অভিযা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপানিতে ডুবে মীরসরাইয়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধহিজাব ও বোরকা পরে যাচ্ছিলেন রোহিঙ্গা শিবিরে রশিদ, অতঃপর ধরা