আজ নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়ন নির্বাচনের ভোট। সবধরনের সহিংসতা এড়িয়ে দুই ইউনিয়নে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রস্তুত রয়েছেন কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর সালেহ বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দুই ইউনিয়নের ১৮ কেন্দ্রে ভোট নেয়ার কাজে দায়িত্বরত কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে প্রস্তুত রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, সুষ্ঠু ভোটের জন্য যে সব নিরাপত্তা দরকার তার সব ব্যবস্থা করা হয়েছে। এখানে দায়িত্বে থাকবে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। প্রতিটি কেন্দ্রে থাকা বাহিনী ছাড়াও থাকবে অতিরিক্ত ৪টি মোবাইল টিম। এ সব টিম নিয়ে থাকবেন ১ জন করে ম্যাজিস্ট্রেট।