নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৫৮টি বার্মিজ গরু জব্দ করেছে ১১ বিজিবির সদস্যরা। গত শুক্রবার থেকে গতকাল সোমাবার পর্যন্ত সীমান্তের কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর মূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রেজাউল করিম। তিনি বলেন, সীমান্ত পথে গরুসহ চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। এছাড়াও যেকোনো মূল্যে তারা সীমান্তে চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর মাদক ও চোরাচালানের বিরোধী জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রতিশ্রুতিবদ্ধ।











