নাইক্ষ্যংছড়িতে একদিনে ১৬০টি গরু জব্দ করেছে ১১ বিজিবি। যার বাজার মূল্য ২ কোটি টাকার উপর। বিজিবি বলছে, বিগত যেকোনো সময়ের তুলনায় গরু জব্দের রেকর্ড এটি। বিষয়টি নিশ্চিত করে বিজিবির জোন কমান্ডার ও ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, গত ৪ জানুয়ারি বিকেল থেকে ৫ জানুয়ারি সন্ধ্যার মধ্যে বিজিবি এ বিপুল সংখ্যক গরু উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকার উপর।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সীমান্তে গবাদি পশুসহ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজিবি।
গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়ন সদর, তীরের ডিভা বিজিবি ক্যাম্প, জারুলিয়াছড়ি, ভালুখাইয়া, আশারতলী এবং ফুলতলী বিওপি জোয়ানরা ১৬০টি বার্মিজ গরু জব্দ করেছে।
অবৈধ চোরাচালানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, জব্দকৃত গরুগুলো থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।