নাইক্ষ্যংছড়িতে ২১ বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি ও রামু সীমান্তে চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি প্রশাসনবিজিবির সাড়াঁশি অভিযান চলছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের কম্বনিয়া গ্রামে একটি খামারে অভিযান চালিয়ে ২১টি অবৈধ বার্মিজ গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ১১ বিজিবি ও নাইক্ষ্যংছড়ি পুলিশের সমন্বয়ে গড়া টাক্সফোর্স।

 

অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা অভিযানে নামে শুক্রবার দুপুরের পর।

২ ঘণ্টার অভিযানে উদ্ধার হয় ২১টি বার্মিজ গরু। যা বর্তমানে ১১ বিজিবির জিম্মায় রয়েছে। শনিবার (আজ) দুপুরে এসব গরু নিলাম দেয়া হবে।

১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে গরু চোরাকারবারীদের বিরুদ্ধে রাতদিন অভিযান চলছে, চলবে। আর হাতে নাতে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে মামলা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজা চার্লসের সফর বাতিল
পরবর্তী নিবন্ধমহাসড়কের পাশে হাঁটার সময় গাড়ি চাপা, কিশোর নিহত