নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের থোঁয়ে পাড়া ও ক্যাং পাড়ায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে অবস্থানরত সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, বই–খাতাসহ শিক্ষা উপকরণ, শিশুখাদ্য ও খেলনা বিতরণ করেছে আরএফপি বাংলাদেশ। গতকাল সোমবার সকালে আরএফপি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএফের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাছুম আহমেদ, কোষাধ্যক্ষ কবি বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের, নির্বাহী সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্রশিল্পী মো. জসিম উদ্দিন ও আরডিএফের চেয়ারম্যান ও কঙবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং। এ সময় উপস্থিত ছিলেন আরএফপির নির্বাহী সদস্য কঙবাজার সিটি কলেজের শিক্ষক উজ্জ্বল বিশ্বাস, শান্তিকর্মী থেং ঞো, মং ওয়ান নাইন, আসাং আরডিসা মহাথেরো, অং থেন লাইন, ছেং দা, নিও, অ ডাইট সা, সো খিয়াং, যেত সানডা উইর, অং সান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








