নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুল শুক্কুর (৩৯)। সে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২ইস্টের ডি৪ ব্লকের বাসিন্দা সায়েদ আলমের ছেলে। গতকাল শুক্রবার সকালে সাড়ে দশটায় ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হক জানান, অজ্ঞাত লাশটি উদ্ধারের পর পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি রোহিঙ্গা। ময়না তদন্তের পর তদন্ত শেষে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ভালুকের আক্রমণে জুমচাষি আহত
পরবর্তী নিবন্ধসমবায় দিবসের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এর প্রাসঙ্গিক ভাবনা