বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আবছার (২২)। গতকাল রোববার দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ড্রাগন বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন নুরুল আবছার। এরপর থেকে কোনো খোঁজ মেলেনি। গতকাল সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে গলাকাটা লাশ দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, রোহিঙ্গা যুবকের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।