বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে একজন রাবার শ্রমিক অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার ৩ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া ঝিরি থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃতের নাম মো. ইমরান (২২)। তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী মিঠা হাশেমের ছেলে।
অপহৃত ইমরানের বড় ভাই মিজানুর রহমান জানান, বাইশারী ইউনিয়নের আবদুস শুক্কুরের রাবার বাগানে চাকরি করে তার ভাই ইমরান। সে রাতে সেখানে থাকত। সোমবার সন্ধ্যায় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ইমরানকে অপহরণ করে গহীন বনের দিকে নিয়ে যায়। এরপর তার মুঠোফোন থেকে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে।
বেধে দেয়া সময়ের মধ্যে মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে অপহরণকারীরা। থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরানকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।