Home বৃহত্তর চট্টগ্রাম নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা দপ্তরিকে কুপিয়ে খুন

নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা দপ্তরিকে কুপিয়ে খুন

0
নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা দপ্তরিকে কুপিয়ে খুন

নাইক্ষ্যংছড়ির চেরারমাঠে দিদার আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টায় উপজেলার আমতলী বাজার সংলগ্ন ফজুরছড়ার রাস্তার মাথা পঞ্জেগানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিদার আলম ফজুরছড়ার ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দিদার আলম প্রতিদিনের ন্যায় স্থানীয় আমতলীস্থ মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার খন্ডকালীন দপ্তরির চাকরিতে যান। পরে কিছু ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে সে ফজুরছড়া এলাকায় রাস্তার উপর খুন হন। নিহতের জনরা জানান, তাকে পেছন থেকে দা দিয়ে কোপানো হয়। খবর পেয়ে নাইক্ষংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি শাহজাহান জানান, লাশ উদ্ধার করলেও তাকে কেন, কারা খুন করেছে তার ক্লু বের হয়নি সম্ভব হয়নি। তবে বের হবেই। খুনিদের ছাড় নেই।