নাইক্ষ্যংছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান, ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দিন খালেদসহ উপজেলার বিভিন্ন অফিস ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমার সভাপতিত্বে ও প. প. পরিদর্শক এস এম সালাহউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস। এতে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের মেডিকেল অফিসার ডা. আবু রাহিদ মোসায়েদ প্রমুখ।
শেষে কর্মরত বিভিন্ন স্তরের নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীদেরকে ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তরের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পেয়েছেন তুমব্রু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উচিংনু চাক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (সদর ক্লিনিক) রুকি চাকমা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (সদর ইউনিয়ন) এস এম সালাহউদ্দীন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (সদর ২ক নম্বর ইউনিট) বিশ্বাখা চাক, শ্রেষ্ঠ পেইড পিয়ার ভলেন্টিয়ার (সদর ৩ নম্বর ইউনিট) এছিং মার্মা।