নাইক্ষ্যংছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আদনান নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু নাইক্ষ্যংছড়ি সদরের বাগান ঘোনা গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

জানা যায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ বাগানঘোনা এলাকায় নানার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং শক করে শিশু আদনান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত কঙবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারে এখন শোকের মাতম চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলী থেকে অপহৃত তিন শ্রমিক উদ্ধার
পরবর্তী নিবন্ধলেখাপড়া করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে