‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া আফরিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ। উপজেলা একাডেমি সুপার ভাইজার মো. সোহেল মিয়ার পরিচালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশানার (ভূমি) আশারাফুল হক, প্রাথমিক বিদ্যালের সহকারী শিক্ষা অফিসার মো. আক্তার উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, রফিকুল ইসলাম, আব্দুল মন্নান, বশির কবির চৌধুরী, মনিষা বড়ুয়া, আমানুল হক প্রমুখ।
মেলায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রি সরকারি কলেজ, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাইশারী স্কুল অ্যান্ড কলেজসহ মোট ৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।