নাইক্ষ্যংছড়িতে বালুবাহী ট্রাকে দেশীয় বন্দুক আটক ৩

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১০:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে বালুবাহী ট্রাকে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করেছে বিজিবির সদস্যরা। আটককৃতরা হল লামা উপজেলার বাসিন্দা ট্রাক চালক মো. ইউনুছ আলী (২১), সহকারী চালক রতন মিয়া (২১) ও কক্সবাজারের খুটাখালীর বাসিন্দা বালুর মালিক হেলাল উদ্দিন (৩০)। গত রোববার গভীর রাতে বাইশারী থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির একটি বিশেষ টিম রোববার গভীর রাতে বাইশারী বাজার থেকে কক্সবাজারগামী একটি বালুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এসময় বালুর ভিতরে লুকানো অবস্থায় ১টি দেশীয় এলজি বন্দুক উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ ট্রাকটির চালক, সহকারী চালক ও বালুর মালিককে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, আটককৃত ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধসাধারণ ছুটি না দিয়ে ইসি সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে