নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত পয়েন্ট থেকে ২০ হাজার পিস ইয়াবা টেবলেট জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার বিকেলে এ অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির আওতাধীন ফুলতলী বিওপির জেসিও–নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুমানিক ১ কি.মি. পূর্ব দিকে এবং সীমান্ত পিলার–৪৭/১ শূন্য লাইন হতে আনুমানিক ৩ কি.মি. পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে লম্বাঘোনা নামক স্থান হতে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিশ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে প্রেরণ করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।












