নাইক্ষ্যংছড়িতে কিশোরীর আত্মহত্যা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে এক কিশোরী আত্মহত্যা করেছে। তার নাম ইতি আক্তার (১৭)। সে স্থানীয় কচুবুনিয়া গ্রামের আবদুল হকের মেয়ে। গতকাল রোববার সকাল ১০টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এস আই আল আমিন বলেন, তার আত্মহত্যার কারণ প্রেম ঘটিত। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কঙবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতি আক্তারের পরিবারের দাবি, ঘটনার পর প্রেমিক পার্শ্ববর্তী উখিয়া কুতুপালং এলাকার যুবক রাশেদুল হাসান (২৩) পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআচমকা ধর্মঘট, স্থবির নৌ পরিবহন সেক্টর
পরবর্তী নিবন্ধসরকারের ভাবনা জানাতে ‘শেষ দফা’ চিঠি ইসির