নাইক্ষ্যংছড়িতে কথিত মা-বাবাসহ আটক ৩৩

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে কথিত মা-বাবা, দালালসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর, ঘুমধুম, সোনাইছড়ি, দৌছড়ি, বাইশারী পাঁচটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দার মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিতে সহযোগীতার অভিযোগে তাদের আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটক ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও কারো সম্পৃক্তার প্রমাণ পেলে তাদেরও গ্রেপ্তার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগকে ভোট দিয়ে জনগণ কখনো ধোঁকা খায়নি : রেজাউল
পরবর্তী নিবন্ধনতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক