নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পুলিশের অভিযানে সিএনজি ভর্তি সিগারেটসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিএনজিসহ ও এক হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে পুলিশ।
সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল সোয়া ৪টায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ তুমব্রুর ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ১০০০ প্যাকেট মিয়ানমারের তৈরি সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হল টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মনির ঘোনার বাসিন্দা মৃত আবুল হোছনের পুত্র মোহাম্মদ আমিন (৩১) ও একই এলাকার ইয়াকুব আলীর পুত্র মো. দেলোয়ার হোসেন সোহেল (২৪)। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা।