নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১শ লিটার তৈরি চোলাই মদসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে আদর্শ গ্রামের জারুলিয়াছড়ি পুলিশি চেকপোস্টে এদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লটউখিয়ার ঘোনার মৃত আবদুল্লাহর ছেলে মো.ইউনুস (১৯) ও ৬ নং ওয়ার্ডের চেহের আলীর ছেলে মো. আলী (২৪)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু হয়েছে।