নাইক্ষ্যংছড়িতে অপহরণের ৪ দিন পর কৃষক উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির লংগদু থেকে অপহৃত কৃষক নুর আহমদকে পাহাড়ি সন্ত্রাসীদের বন্দিশালা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৪টায় তাকে রাঙ্গাঝিরির থ্রি স্টার রাবার বাগান এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কৃষক নুর আহমদ গত বৃহস্পতিবার সকালে উপজেলার দৌছড়ি ইউনিয়নের লংগদুর মুখ নামক এলাকার কালাচাঁইদ্যা বাপের চর থেকে নিখোঁজ হন। এ সময় ৮/১০ জনের মুখোশ ও হাফপ্যান্ট পরা সশস্ত্র সন্ত্রাসী ঘরের ৬ সদস্য নারী-পুরুষ থেকে নুর আহমদকেই ঘুম থেকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।

অপহৃত নুর আহমদের বড়ভাইয়ের ছেলে মোহাম্মদ ইব্রাহিম ঘটনার বিষয় এড়িয়ে বলেন, চাচা এখন মুক্তি পেয়েছেন। তিনি সুস্থ আছেন, বাড়িতেই আছেন। থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, নিখোঁজের পর থেকে পুলিশ ভিকটিমকে উদ্ধারে মরিয়া ছিলো। তাকে নিরাপদে উদ্ধার করে বিকেলে অভিভাবকের হাতে সোপর্দ করতে সক্ষম হয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালেও এ বাড়ি থেকে নুর আহমদের বড়ভাই ফরিদুল ইসলাম অপহৃত হয়। যাকে মুক্ত করা হয়েছিলো ৭৫ হাজার টাকার বিনিময়ে। অনেকের ধারণা, অপহরণকারীদের মধ্যে কেউ এমন রয়েছে যে নুর আহমদ ও তার পরিবারকে পূর্ব থেকে চেনে-জানে।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি
পরবর্তী নিবন্ধজুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতি ৬৫৩ কোটি টাকা ঝরেছে ৮৭১ প্রাণ