বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। তার নাম মো. হোসেন (৩৩)। গত শনিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্ত এলাকায় পাহাড়ে বাঁশ কাটতে যান কাঠুরিয়া হোসেন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ওই যুবকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। মো. হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাড়া পাতাবাড়ি গ্রামের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায়
যুবককে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত যুবকের মামা জসিম উদ্দিন বলেন, সীমান্তে বাঁশ কাটার সময়ে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে হোসেনের পা উড়ে যায়। আমরা দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। এদিকে স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে সীমান্ত অঞ্চলের মানুষের মাঝে। গত একমাসে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে ৯ জনের পা বিচ্ছিন্ন হয়েছে।