নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ভাইপোর হাতে খুন হল চাচা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুলাই, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জমি সংক্রান্ত জেরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা খুন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে ঘুমধুম ইউনিয়নের শিলপাড়া নাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন বড়ুয়া (৩৭) শিলপাড়া এলাকার অরিন্দ্র বড়ুয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, জমির বিরোধের জের ধরে রাত আনুমানিক ১০ টার দিকে রতন বড়ুয়ার সাথে তার চাচাতো ভাই অন্তুপ্রো বড়ুয়া এবং তার ছেলে সাজু বড়ুয়া বাকবিতন্ডা হয়। পরে সাজু বড়ুয়া আরও দুইজন লোক ভাড়া করে এনে রতন বড়ুয়াকে ছুরিকাঘাত করে।

এতে মাটিতে লুটিয়ে পড়েন রতন বড়ুয়া। পরে প্রতিবেশীরা তাঁকে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জমি সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে একজন খুন হয়েছে বলে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, রতন বড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকোটা বিরোধীদের সমর্থন জানিয়ে হাটহাজারীতে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের অবরোধে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দুর্ভোগ