বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের অফিসার ইনচার্জকে গুলি করে ৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় গুলিবিদ্ধ শামিম রেজাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বাইশারী বাজার–নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, উপজেলার বাইশারী বাজার–নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় অফিসের হিসেব নিকেশ শেষে হাতে থাকা ৫ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের অফিসার ইনচার্জ শামিম রেজা। খবর পেয়ে ওঁৎপেতে থাকা অস্ত্রধারীরা গুলি করে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় শামিম রেজাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলিবিদ্ধ শামিম রেজার ভাই সরওয়ার আলম বলেন, আমার বড়ভাই গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের কাজ শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার সময়ে ৬/৭ জনের একটি অস্ত্রধারী দল তাকে গুলি করে। এ সময় তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমাদের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করবেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রকিবুল হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ মাসরুরুল হক জানান, জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।