পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইয়নিয়নের বাহিরমাঠ এলাকায় মরিয়ম নামে সাত বছরের এক মেয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
বুধবার (০৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম দোছড়ি বাহিরমাঠ ৭নং ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে ডুবে যায় মরিয়ম। কিছুক্ষণ পর মা মেয়েকে বাসায় না দেখে খুঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাশের পুকুরে পানিতে খুঁজতে গেলে পানির নিচ থেকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।