বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বেড়িবাঁধের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হল ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে কন্যা মোক্তা মনি (৯) এবং মোহাম্মদ হোসেনের ছোটভাই মো. ইউনুসের কন্যা জেসি আক্তার (১৩)। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বটতইল্লা ঝিরি বেড়িবাঁধের পানিতে গোসল করতে নেমেছিল চাচাতো দুই বোন। পানিতে লাফালাফি করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই বোন। অন্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা ছুটে গিয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, বাড়ির পাশের বেড়িবাঁধে অন্যদের সঙ্গে গোসল করতে নেমেছিল নিহত শিশুরাও। হঠাৎ তারা ডুবে যাবার খবর পেয়ে আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুদের সুরতহাল নেয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।