নাইক্ষ্যংছড়িতে নাশকতা মামলা, আটক তিন

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের নামোল্লেখ এবং আরও অজ্ঞাতনামাদের আসামি করে নাশকতা মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলা আ.লীগের সহসভাপতি সিরাজুল হক (৬০), যুব লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন (৪৩) ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ। খবর বাসসের।

মামলা সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কতিপয় দুষ্কৃতকারী বিছামারা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতা, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ককটেল বিস্ফোরণ এবং টায়ারে আগুন লাগিয়ে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে।

খবর পেয়ে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এ সময় নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। বাকি দুষ্কৃতকারী পালিয়ে যায়। ঘটনায় আরও ৬৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন আসামি করে মামলা দায়ের করেন নাইক্ষ্যংছড়ি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে জিয়াউর রহমানের ওপর লেখা বই বিনামূল্যে বিতরণ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার