খুনোখুনি, হানাহানি
সময় এখন নষ্ট,
বাংলা এখন সমরখন্দ
বেঁচে থাকাই কষ্ট!
কে’বা জেতে, কে’বা হারে,
হারে শুধু জনগণ,
রাজনীতির এই নোংরা খেলায়
শুধুই আত্মসমর্পণ!
দেখবো কবে আশার রবি
এই ভেবে নিশিরাত যায়,
আসে না তো সোনার সুদিন
বাংলা নামের সাহারায়!
উজ্জ্বল সম্পু
| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ
