সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা অধ্যাপক নুরুল আফছার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সরোয়ার সালামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত রোববার সন্ধ্যায় নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের ১১ বছর পর র্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত সরোয়ার একই ইউনিয়নের পূর্ব নলুয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। গতকাল সোমবার বিকেলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সারোয়ার হত্যাকাণ্ডের পর থেকে নিখোঁজ হয়ে চট্টগ্রাম শহরে ব্যবসা শুরু করে। দীর্ঘ ১১ বছরে বাসা বদলিয়ে গা ঢাকা দিয়ে গ্রেপ্তার এড়াচ্ছিলেন তিনি। ব্যবসার সুবাদে সারোয়ার বাকলিয়া এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ২০১৬ সালের ২৬ ডিসেম্বর রাতে নলুয়ার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছারকে। হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা আহমদ হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
মামলার তিন নম্বর আসামি সারোয়ার। মামলার পর থেকে গা ঢাকা দেন তিনি। গোপন খবর পেয়ে র্যাবের একটি টিম তাকে গ্রেপ্তারের পর সাতকানিয়া থানায় হস্তান্তর করেছে। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।












