নর্দান পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

নর্দান পাবলিক স্কুলে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ এম সাইফুর রহমানের সঞ্চালনায় এবং চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমান জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন পরিচালক জি এম সাইদুর রহমান মিন্টু। বক্তব্য দেন, শিক্ষক এরশাদুল আলম এবং শিক্ষিকা বিবি উম্মে কুলসুম, রোমানা নাসরিন, সৃষ্টি বড়ুয়া, মোশাররফ হোসাইন, সাবরিনা পারভীন ও ইয়ামিন রহমান। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকে আরও সহজ ও কার্যকর করেছে
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে