নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

হাটহাজারী ওলামা পরিষদের বিবৃতি

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে হাটহাজারী ওলামা পরিষদ। গতকাল রবিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শায়খুল হাদীস জাফর আহমদ বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিওচিত্র প্রচার করে আরো বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করছি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির আমান বাজারে উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধপটিয়ায় ইলিশ জব্দ, জরিমানা