নরেন আবৃত্তি একাডেমির ২৫ বছর ও প্রসেনিয়ামের ৬ বছরে পদার্পণ

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে গত ২৬ ডিসেম্বর নরেন আবৃত্তি একাডেমির ২৫ বছর পূর্তি এবং নাট্যদল প্রসেনিয়ামের ৬ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এ আয়োজনে ছিল, আবৃত্তি, নৃত্য, সংগীত, মুকাভিনয় ও স্মৃতিচারণা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হ্যাপী চৌধুরী ও ফারজানা মুনমুন। উপস্থাপনায় ছিলেন সালমান ওয়ালি, শিমলা দাশ গুপ্তা ও জয়শ্রী বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, নরেন সভাপতি নাদিরা ফেরদৌস মিতু।

মিশফাক রাসেলের সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ নেন, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মুনির হেলাল, উদ্যোক্তা আইভি হাসান এবং নাট্যজন মুহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন রাশেদ হাসান এবং মাহিদুল ইসলাম। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন শুভ্রা বিশ্বাস, সনজীব বড়ুয়া, সাবিরা সুলতানা বীনা, দেবাশীষ রুদ্র, মুহিত বিশ্বাস, আছরারুল হক, মেজবাহ চৌধুরী ও পুষ্পা সর্ববিদ্যা। নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করেন ফোরকান ইমন, সালমান ওয়ালি, জয়শ্রী বড়ুয়া, নাদিরা ফেরদৌস মিতু, শিমলা দাশ গুপ্তা, ঐশিকা বড়ুয়া, উদাইশা মুনতাহানা, শান্তা মজুমদার, অরিত্রি দাশ ও জান্নাতুল মাওয়া। শিশু শিল্পীদের মধ্যে অংশ নেন জাফনাহ ইবনাত, রুন্ময় বড়ুয়া, গল্প ও পূর্ণা দাশ। রিয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য পরিবেশনায় করে নৃত্য নিকেতন, ডালিয়া বড়ুয়ার পরিচালনায় নৃত্যালীয়া ডান্স একাডেমি, হিল্লোল দাশ সুমনের পরিচালনায় সুরাঙ্গন, প্রিয়াঙ্কা বড়ুয়ার পরিচালনায় নৃত্যরূপ, রাজেশ ও রাজশ্রীর পরিচালনায় সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট এবং জাকির তমালের পরিচালনায় জাকির তমাল নৃত্যভূমি। একক নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী পূর্ণা। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন প্রমার শিশু বিভাগ, নরেন ও প্রমার প্রাপ্তবয়স্ক বিভাগ। গণসংগীত পরিবেশন করেন নরেনের শিল্পীরা। মুকাভিনয় পরিবেশন করেন প্যান্টোমাইম মুভমেন্টের শিল্পী রিজোয়ান রাজন।

একক সংগীত পরিবেশন করেন অজয় চক্রবর্তী, প্রিয়ন্তী দাশ পৃথা, জয়শ্রী বড়ুয়া, ইন্দ্রিলা ঘরজা, বদরুল হাসান, আবুল হাশেম আজাদ, দিদারুল ইসলাম, ইকবাল পিন্টু এবং নতুন কুঁড়ি আধুনিক গান ‘ক’ বিভাগের টপ টেনের ৮ম স্থান অর্জনকারী কাজী তাফান্নুম নাওয়ার। এক পর্যায়ে শিল্প নির্দেশক আজিজুল কদিরকে নরেন আবৃত্তি পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন নরেনের পরিচালক মিশফাক রাসেল। স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন, পূর্ণিমা বড়ুয়া, আহসান সুজন, জয়নাল জ্যাক, জোবায়ের খান ও ফয়জুন্নেসা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাহিমের ৫ উইকেটে চট্টগ্রামের বিপক্ষে বড় জয় রংপুরের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৯৯ কোটি টাকা