মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নরেন আবৃত্তি একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে অনুষ্ঠিত হয় ‘মার্চ ৭১’। একক আবৃত্তি দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মুকাভিনয়,স্বরচিত কবিতা পাঠ, কথামালা ও গন সঙ্গীত দিয়ে সাজানো ছিল পুরো অনুষ্ঠান। নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেলের সভাপতিত্বে হ্যাপী চৌধুরীর পরিচালনায় কথা মালায় অংশ গ্রহন করেন শাহাবুদ্দিন বাবু সজীব দত্ত, সৈয়দ হোসেন বাবু, প্রবাল চৌধুরী, প্রসেনজিৎ বড়ুয়া। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শারদ মাজহার, সাবিনা লীন, একক সঙ্গীত পরিবেশন করেন প্রমিজ বড়ুয়া,এ্যানী বড়ুয়া প্রিয়ন্তী দাশ পৃথা ও অজয় চক্রবর্তী। মুকাভিনয় পরিবেশন করেন সাইলেন্ট থিয়েটার। নরেন আবৃত্তি একাডেমির পক্ষে আবৃত্তি পরিবেশন করেন সুহাইলা আফরোজ, ফায়জান মোল্লা,শিবরাজ দাশ,রুপকথা দাশ,শান্তা মজুমদার, তাহিয়া,অহনা বিশ্বাস, উদাইশা মুনতাহানা,ওমর ফারুক, ইশফাক শুভ, কৃষনা বড়ুয়া,আলিনা সামরিন,ওয়াসিফা,তরী সোম,অংকুশ দেবনাথ আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন গৌতম চৌধুরী, সাইফুর রহমান, সেলিম রেজা সাগর, মেজবাহ চৌধুরী, আখি আকতার, সুচিত্রা বৈদ্য, ইভান পাল, রীতিকা নন্দী, হাসিবুল ইসলাম শাকিল, রুপশ্রী সেন গুপ্তা,প্রতিমা দাশ,অন্তিক দে সুচনা বনিক ও হিল্লোল দাশ সুমনের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন মাধুরী নৃত্যকলা একাডেমি ও সুরাঙ্গন বিদ্যাপীঠ গন সঙ্গীত পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা, রক্তাক্ত প্রান্তর শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমি।