নরেন আবৃত্তি একাডেমির ব্যতিক্রমী আয়োজন

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গত ২৪ আগস্ট বসে ভিন্নধর্মী সাংস্কৃতিক আসর। আয়োজন করেছিল নরেন আবৃত্তি একাডেমি। দর্শক শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় কাব্যনাটক ‘অমাবস্যা’ ও কাব্যপালা ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’। ‘অমাবস্যা’ রচনা ও নির্দেশনায় ছিলেন শোভনময় ভট্টাচার্য। আর ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’র রচনায় মোকাদ্দেম মোরশেদ ও নির্দেশনায় ছিলেন মিশফাক রাসেল। অনুষ্ঠানে অতিথি পরিবেশনা হিসেবে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউটের শিল্পীরা রাজ ও রাজশ্রীর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে। মিশফাক রাসেলের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ সেকান্দর, সাহিদুর রহমান বেলাল, মোহাম্মদ শাহ আলম, খোরশেদ আলম, রবিউল হোসেন বাবলু, সংগীতশিল্পী আবুল হাশেম আজাদ, জিসান ও শহীদুল করিম নিন্টু। দুটি নাটকে অভিনয় করেন মিশফাক রাসেল, ধীমান দাশ, সৈয়দ হোসেন বাবু, হ্যাপী চৌধুরী, প্রসেন্‌িজত বড়ুয়া, অজয় চক্রবর্তী, প্রবাল চৌধুরী, ইশফাক শুভ, কৃষ্ণা বড়ুয়া, শান্তা মজুমদার, জারিন বিনতে জসীম, রাশমিকা, ফায়জান মোল্লা, অংকুশ দেবনাথ, ঋতু, অহনা, উদাইশা, ওমর ফারুক, অরিত্রি দাশ, ওয়াসেফা, রূপকথা ও আলিনা। নাটকের কোরিওগ্রাফি পরিচালনায় ছিলেন হ্যাপী চৌধুরী, আলো পরিকল্পনায় আজমল নবীন এবং আবহ সংগীত পরিকল্পনা করেন দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী অভির ওরে পাগলী প্রকাশিত
পরবর্তী নিবন্ধসালমান শাহর মৃত্যুর মামলা রিভিশন শুনানি ২৩ সেপ্টেম্বর