নরুল হক বীর প্রতীকের ইন্তেকাল

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ বাদামতল মুন্সীপাড়া নিবাসী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মো. নুরুল হক বীর প্রতীক (৭৮) গত শনিবার দিবাগত রাত দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার মুন্সীপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মো. নুরুল হক বীর প্রতীককে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড় নুরুল হক বীর প্রতীকের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় গ্রীন সিটি জামে মসজিদ ও জামি’আ দারুল উলূম এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধকাতারে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের অভিষেক