নয়াবাজারে টায়ার কারখানায় আগুন

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

হালিশহর নয়াবাজার এলাকায় একটি টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় দেড় ঘণ্টা পর। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। জানা যায়, শাহজালাল রাবার অ্যান্ড সোল নামের ওই টায়ার কারখানায় লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। কারখানা সংলগ্ন সমপ্রতি নির্মিত একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পুরোপুরি ভস্মীভূত হয়েছে। সেখানে কয়েকটি পরিবারের বসবাস ছিল। এছাড়া, আশপাশের কয়েকটি দোকানপাটের মালামালও আগুনে পুড়ে গেছে। কারখানা সংলগ্ন একটি মাদরাসায় আগুন ছড়ালেও শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা গেছে। স্থানীয়দের অভিযোগ, টায়ার কারখানাটির অনুমোদন ছিল না। এর আগেও দুইবার সেখানে আগুন লেগেছিল। পাশের এক ভবন মালিক বলেন, এর আগেও দুইবার আগুন লেগেছিল। আমরা স্থানীয়রা ফ্যাক্টরি কর্তৃপক্ষকে বলেছিলাম এটি সরাতে। কিন্তু বিগত ৮ থেকে ১০ বছর যাবৎ তারা এখানে আছে। তারা আমাদের কথা শুনেনি। এবার ভয়াবহ আগুন লেগেছে। আমার ভবনেও সেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভস্মীভূত হয়ে গেছে। এখন আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কে দেবে?

এই ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের মবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন বলেন, সকালে কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা কাজ করে আনুমানিক ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমিরাজের চেষ্টা ব্যর্থ করে জয় দক্ষিণ আফ্রিকার
পরবর্তী নিবন্ধবিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির সমাধান