নয়ন ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চকবাজার নয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টায় চকবাজার কাঁচাবাজারস্থ মাঠে অনুষ্ঠিত খেলায় সুলতান আহমদ স্মৃতি সংঘকে ২১ গোলে পরাজিত করে সিনহা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পান সুলতান মাহমুদ স্মৃতির সাইম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। সভাপতিত্ব করেন নয়ন ক্লাবের সভাপতি এম এ বক্কর রোমেল। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম মামুন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পদুয়া ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধগাজী কারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান