নমুনা পরীক্ষা দেয়ার তিন মাস পর মোবাইল এসএমএসে জানালো রোগী করোনা পজিটিভ। গতকাল ৪ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে ইকবাল হোসেন নামের ওই ব্যক্তির ব্যবহৃত মুঠোফোনে স্বাস্থ্য অধিদপ্তরের ওই এসএমএসটি আসে। গত ৩ এপ্রিল নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করান বলে জানান তিনি। তিনি জানান, কোভিড উপসর্গ থাকায় গত ৩ এপ্রিল আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করান। তার সিরিয়াল নম্বর ছিল-৮২। ওই সময়ে মুঠোফোনে এসএমএস না আসলেও চারদিন পর জেনারেল হাসপাতালে স্বশরীরে গিয়ে ‘পজিটিভ’ হওয়ার বিষয়টি তিনি জানতে পারেন। পরবর্তীতে গত ১৩ এপ্রিল বিবিরহাট ব্রাক বুথে নমুনা পরীক্ষা দিলে ‘ নেগেটিভ’ হন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মুঠোফোন থেকে ১৪ এপ্রিল ‘নেগেটিভ’ হওয়ার এসএমএসও পান বলে জানালেন তিনি।
চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর দৈনিক আজাদীকে বলেন, ‘স্বাস্থ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ নেই। আমরা ধারে এনে লোকজনকে দিয়ে কাজ করাচ্ছি। ২০১১ সালের পর থেকে কোন টেকনিশিয়ান নিয়োগ হয়নি। শুধু চট্টগ্রামে নয়, দেশের সবখানেই অনেক জটিলতা রয়েছে।’ বিলম্বে এসএমএস আসার বিষয়ে তিনি বলেন, অল্প কিছু মানুষ দিয়ে এসব এসএমএস দেয়ার কাজগুলো করা হয়। হয়তো কেউ ভুলে পরে দিয়েছেন, অথবা কারিগরি ত্রুটির কারণে বিলম্বে ম্যাসেজ এসেছে বলে জানান তিনি।