নভেম্বরে মুক্তি পাচ্ছে মিথিলার বলিউডি সিনেমা

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

‘মিস ইউনিভার্স বাংলাদেশে-২০২০’ তানজিয়া জামান মিথিলা অভিনীত প্রথম বলিউডের সিনেমা ‘রোহিঙ্গা’ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে নভেম্বরে। বলিউডের পরিচালক হায়দার খানের পরিচালনায় এ সিনেমায় হুসনে আরা নামে এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। খবর বিডিনিউজের। মিথিলা জানান, ১৫ নভেম্বর অ্যাপল টিভিতে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে গত ২৩ অগাস্ট সিনেমাটি ভারতের সেন্সর বোডের্র ছাড়পত্র পেয়েছে। পরিচালক হিসেবে ‘রোহিঙ্গা’ হায়দার খানের প্রথম সিনেমা, এর আগে বলিউডের বেশ কয়েকটি সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি চিত্রগ্রাহক হিসেবেও পরিচিত।এতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ সাঙ্গে; যিনি সালমান খানের রাধে সিনেমায় অভিনয় করেছেন। ‘রোহিঙ্গা’ ছাড়াও বাংলাদেশের আরও দুইটি সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সিনেমাগুলোর ঘোষণা দেওয়া হবে বলে জানার তিনি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ হিসেবে বিজয়ী হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞায় ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে মডেল তানজিয়া জামান মিথিলার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা বাড়িয়ে আরিয়ানকে বিশেষ ব্যারাকে স্থানান্তর
পরবর্তী নিবন্ধনতুন লুকে শান্ত খান