সামনের মাসেই কি ব্রিটেনে চলে আসবে করোনার প্রতিষেধক! এনএইচএস বা জাতীয় স্বাস্থ্য পরিষেবার কিছু গোপন নথিপত্র ফাঁস হতেই লন্ডনে জল্পনা জোরকদমে। দিন কয়েক আগের কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, বড়দিনের আগেই ‘সুখবর’ মিলবে। এর পরপরই অক্সফোর্ডের নাম না-করে একই আশার কথা শোনান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের মুখেও শোনা যায়, এ বছর শেষের মধ্যেই, কিছু একটা পথ মিলবে।
কেউই এর বেশি খোলসা করেননি। একটি ব্রিটিশ দৈনিকের দাবি, তাদের কাছে এমন কিছু গোপন নথিপত্র এসেছে, যা বলছে, ডিসেম্বরও নয়, নভেম্বরের গোড়াতেই হয়তো গণটিকাকরণ শুরু হয়ে যাবে ব্রিটেনে। ওই নথি থেকে তারা জানতে পেরেছে, দেশের পাঁচটি প্রান্তে পাঁচটি ভ্যাকসিনেশন কেন্দ্র তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে হাজার-হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা শুরু হয়েছে। যাঁরা সব চেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছেন, সর্বপ্রথম টিকা দেওয়া হবে তাঁদের। যেমন, ৮০ বছরের ঊর্ধ্বে যারা, প্যারামেডিকস, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বৃদ্ধাশ্রমগুলিতেও মোবাইল ইউনিট পাঠানো হবে। গোটা প্রক্রিয়ায় সাহায্য করবে ওষুধপ্রস্তুতকারী সংস্থাগুলি। পরিস্থিতি সামলাতে সেনাও নামানো হবে বলে শোনা গিয়েছে। সূত্র আনন্দবাজার পত্রিকা।












